শৈলকুপায় ট্রাক প্রতীকের কর্মীর ওপর হামলা-বাড়িঘর ভাঙচুর, আহত ১

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নজরুল ইসলাম দুলালের এক কর্মীর বাড়িতে হামলা-বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আবুল কালাম আজাদ নামে ট্রাক প্রতীকের এক কর্মী আহত হয়েছে। সোমবার রাত নয়টার দিকে শৈলকূপা পৌর এলাকার ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাক প্রতীকের কর্মী আবুল কালাম আজাদকে নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা করার জন্য কয়েকদিন ধরে হুমকি-ধামকি দিয়ে আসছিল স্থানীয় কাউন্সিলর মাজেদুল হক চৌকা। প্রস্তাবে আজাদ রাজি না হওয়ায় তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর জেরে আবুল কালাম আজাদের ওপর হামলা এবং তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। ভুক্তভোগী আবুল কালাম আজাদ বলেন, কাউন্সিলর চৌকার নেতৃত্বে রিফাত, শিপন, সীমান্ত, সেজানসহ সংঘবদ্ধ একটা দল আমার বাড়িতে হামলা চালায়। তারা আমার ছোট ভাইয়ের মোটরসাইকেলসহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। আমি বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র দিয়ে আমার ওপর হামলা চালায়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচনী সহিংসতা রোধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। হামলাকারীদের আটকের জন্য আমাদের অভিযান চলছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news