সরকারকে ব্যর্থ করতে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে: বিপ্লবী ছাত্র পরিষদ

অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চতুর্মুখী ষড়যন্ত্র ও আক্রমণ শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। সোমবার (২৫ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এমন দাবি করেন। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পুনর্গঠনের চেষ্টাকে ব্যর্থ করে দিতে চতুর্মুখী ষড়যন্ত্র ও আক্রমণ শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিরাজমান পরিস্থিতির লাগাম টেনে ধরা না হলে দেশ ক্রমেই আফ্রিকান দেশ লিবিয়ার মতো বিশৃঙ্খল ভূখণ্ডে পরিণত হবে। কাজেই সংঘর্ষ ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে নাগরিক ও রাজনৈতিক শক্তিগুলোকে ঘটনাস্থলে গিয়ে প্রশাসনকে সহযোগিতা ও নির্দেশনা দিতে হবে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news