সাবেক এমপি জাফরের সহযোগী জাহেদ চেয়ারম্যান গ্রেফতার

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজারের রামু উপজেলা বাইপাস সড়কের ফুটবল চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব জানিয়েছে, গ্রেফতার জাহেদুল ইসলাম পেকুয়া উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নিসংযোগসহ হত্যাচেষ্টা মামলার আসামি। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল জানতে পারে, মামলার এজাহারনামীয় ৩নং আসামি জাহেদুল ইসলাম আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে রামু এলাকায় আত্মগোপনে রয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামু বাইপাসের ফুটবল চত্বর এলাকায় অভিযান চালিয়ে জাহেদুল ইসলামকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি জাফর আলমের অন্যতম সহযোগী ও ইউপি চেয়ারম্যান হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে টৈটং ইউনিয়ন এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতেন। এ ছাড়াও তিনি ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে পেকুয়া উপজেলা এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নিসংযোগসহ নিরীহ ছাত্র-জনতাকে হত্যাচেষ্টা করেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news