নাটোরের সিংড়ায় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিকের ঈগল প্রতীকের গণসংযোগের সময় নৌকার কর্মীদের হামলায় আটজন আহত হয়েছেন। এসময় কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাঁতপুকুরিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, জুয়েল হোসেন, ফারুক হোসেন, সোহান আলী, রনি হোসেন, শামীম হোসেন, সালাম খান, ফরিদ আলী ও সালাম আলী। সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
0 Comments
Your Comment