সিরাজগঞ্জে বিএনপির মশাল মিছিল

সিরাজগঞ্জে অবরোধের সমর্থনে জেলা বিএনপির নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল জেলার বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে। বুধবার রাতে তাড়াশের মাধাইনগর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাড়াশ-ভুঁইয়াগাতী আঞ্চলিক সড়কে মশাল মিছিল করে। কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কালিবাড়ী আঞ্চলিক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। শাহজাদপুর উপজেলার কৈজুরী বাজারে বিএনপি এবং শাহজাদপুর-পাবনা রোডের বিসিক মোড়ের অদূরে যুবদলের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। এছাড়া হাটিকমুরুলে যুবদল-ছাত্রদল এবং উল্লাপাড়া উপজেলা বিএনপি পূর্ব দেলুয়া ব্রিজের কাছে মশাল মিছিল করে। বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া আঞ্চলিক সড়কে বিএনপি, ছাত্রদল ও যুবদল মশাল মিছিল করেছে। এসময় নেতাকর্মীরা অবরোধের সমর্থনে নানা স্লোগান দেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news