সিরাজগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে এ যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. জিলানী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি সেক্টর নষ্ট করে দিয়েছে। প্রতিটি স্তম্ভকে নস্ট করেছে। সে জন্য বিএনপির প্রতিটি কর্মীকে দায়িত্বশীল পরিচয় দিয়ে সতর্কতার সাথে কাজ হবে। সভায় আরো বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান ইয়াহিয়া, সাংগঠকি সম্পাদক আমান উল্লাহ আমান, সহ-সাধারণ সম্পাদক আ.হ. মুহাম্মাদ খোকন, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল কায়েস, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রদলের সভাপতি জোনায়েত আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ। সভায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
0 Comments
Your Comment