দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নির্বাচনী প্রচারণায় মাইক বহনকারী অটোরিকশা গাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা এসময় ওই অটোরিকশার চালককে মারধর করে অটোরিকশা ও প্রচারণার কাজে ব্যবহৃত মাইকে ভাঙচুর চালায়। উপজেলার জামপুর ইউনিয়নের বেলাবো গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বেলাবো গ্রামে শনিবার দুপুরে জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল প্রতীক) প্রার্থী বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে অটোরিকশাযোগে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এসময় ৩/৪ জনের একটি দল ওই অটোরিকশাটিতে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা অটোরিকশা চালক শাহ আলমকে মারধর করে ও প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ও অটোরিকশাটি ভাঙচুর করে। অটোরিকশার চালক শাহ আলম বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে উপজেলার পেরাবো গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুন্না (৩০), মাইন উদ্দিন (২৭), বেলাবো গ্রামের সাদেকের ছেলে রতন (২৫) অটোরিকশা ও মাইক ভাঙচুর করে। এসময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হলে হামলাকারীরা অটোরিকশার চালক শাহ আলমকেও মারধর করে। এ ব্যাপারে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন লাঙ্গলের বিপক্ষে সোনারগাঁয়ের মানুষকে হুমকি ধামকি দিচ্ছে। লাঙ্গলের প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। শনিবার লাঙ্গল প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর সময় অটোরিকশা চালককে মারধর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে প্রচারণার কাজে ব্যবহৃত অটোরিকশা ও মাইক। এই ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের জোর দাবি জানান।
0 Comments
Your Comment