স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, অর্ধশতাধিক মোটরসাইকেলে আগুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র ও ঈগল প্রতীকের প্রার্থীর কর্মীদের মারধর, অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর, আগুন ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে বানারীপাড়ার উদয়কাঠীতে এই ঘটনা ঘটে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আহত হয়েছেন। এদের মধ্যে সাতজনকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে উদয়কাঠী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লবণসারাতে বানারীপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন সানা ও তার ভাই উদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননীর নেতৃত্বে কালাম বেপারী, জুয়েল ফকির, লিমন কাওসার, জসিম মিরসহ ৫০-৬০ জনের একটি নৌকার সমর্থক দল স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলানা হোসেন সানা ও উদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী দফায় দফায় গুলি করছে। এছাড়া, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন মোল্লা, কামাল মোল্লা ও কাউন্সিলর জাকির মোল্লা, স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজুর কর্মী সাইজ উদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news