৪৬তম বিসিএসে ক্যাডার এবং নন ক্যাডার পদে ৪ হাজার নিয়োগ দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন মন্ত্রণালয়ে থেকে এ ৪ হাজার পদের চাহিদা পাঠানো হয়েছে। এসব পদে যাচাই-বাছাই করে চলতি মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহ ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পিএসসি জানিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ থেকে শূন্য পদের সংখ্যা পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই তালিকা পিএসসিতে পাঠিয়ে দিয়েছে তারা। এখন পদগুলো যাচাই-বাছাই করে বিজ্ঞপ্তি প্রকাশের কাজ করছে পিএসসি। পিএসসি একজন সদস্য জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাডারে ৩ হাজারের কিছু বেশি ও নন-ক্যাডারে প্রায় ১ হাজার ১০০ পদের চাহিদা পাওয়া গেছে। ৪৬তম বিসিএসের জন্য এসব পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য পিএসসিতে সব দরকারি কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন নিয়ম অনুসারে পিএসসি ৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পিএসসি ক্যাডার ও নন ক্যাডার বিভাগ বলছে, শূন্য পদের যে তালিকা পাঠানো হয়েছে সব মিলিয়ে প্রায় চার হাজারের বেশি পদ। জনপ্রশাসন থেকে পাঠানো তালিকাই চূড়ান্ত নয়। আমরা সেই পদগুলো ঠিক আছে কি না, নিয়োগের বিধি মেনে করা হয়েছে কি না ও প্রতিটি পদের সংখ্যা ঠিক আছে কি না -এমন নানা বিষয় যাচাই-বাছাই করা হবে। পরে তা নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
0 Comments
Your Comment