আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়

আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়। আজ শনিবার চলমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন প্রাথমকি ও গণশিক্ষা সচিব। আগামীকাল রবিবার (৪ আগস্ট) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে এদিন ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া সারা দেশে অন্যান্য এলাকায় স্কুল খোলার কথা ছিল। গত ১৭ জুলাই থেকে সারা দেশে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল সরকার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীরদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছিল সরকার। এর পরই দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news