এইচএসসি পরীক্ষার ২০২৩ এর ফলাফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৬ কলেজের কেউ পাস করেনি। এসব কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে। রবিবার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এসব তথ্য জানান। জানা যায়, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ আদর্শ কলেজ থেকে ১১ জন, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বেহেলাবাড়ি স্কুল এন্ড কলেজ থেকে ৫ জন, দিনাজপুরের বিরামপুর উপজেলার বেপারিটলা আদর্শ কলেজ থেকে ৫ জন, ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার মোড়লহাট জনতা স্কুল এন্ড কলেজ থেকে ৫ জন, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন, ঠাকুরগাওয়ের সদরের কদমরশুল হাট স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন, গাইবান্দা জেলার পলাশবাড়ি উপজেলার ফকিরহাট মহিলা কলেজ থেকে ২ জন, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কুমরিরহাট এস.সি স্কুল এন্ড কলেজ থেকে ২ জন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমন্ডা আদর্শ কলেজ থেকে ১ জন, কুড়িগ্রম জেলার নাগেশ্বরী উপজেলার সমাজ কল্যাণ ওমেন্স কলেজ থেকে ১ জন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মাইদাম কলেজ থেকে ১ জন, কুড়িগ্রামের রোমারি উপজেলার ডোন্ট ভানগা মডেল কলেজ থেকে ১ জন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার দুহুলি এস.সি. হাই স্কুল এন্ড কলেজ থেকে ১ জন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার ডাকসিন ঘনশ্যাম স্কুল এন্ড কলেজ থেকে ১ জন, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার উত্তর লাক্সমিপুর হাই স্কুল এন্ড কলেজ থেকে ১ জন, ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজ থেকে ১ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি।
0 Comments
Your Comment