প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রথম ধাপের মৌখিক পরীক্ষার সূচি ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে জানান, আগামী ১৫ থেকে ৩০ জানুয়ারি প্রথম পর্বের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ধাপে আবেদন করেন তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট নয় হাজার ৩৩৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news