নতুন ক্লাসে নতুন বছরের প্রথম দিনেই যশোরের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যের নতুন অর্ধকোটি পাঠ্যপুস্তক। এ উপলক্ষে আজ সকাল ৯টায় যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের সূচনা করেন। এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর যশোরে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৩ লাখ ৩৯ হাজার ৫৫১ পিস বইয়ের চাহিদা ছিল। এর শতভাগই পাওয়া গেছে ও বিতরণ করা হয়েছে। আর মাধ্যমিক পর্যায়ে ৩৬ লাখ ৮১ হাজার ২৪০ পিস বইয়ের চাহিদা ছিল। এরমধ্যে অষ্টম ও নবম শ্রেণির ইংরেজি বই বাদে সব বই চলে এসেছে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, অল্পসংখ্যক যে বই আসেনি, তা দ্রুতই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।
0 Comments
Your Comment