সংশোধন হতে পারে স্কুলে ভর্তির নীতিমালা, সভা ডেকেছে মন্ত্রণালয়

দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে কয়েক বছর ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার। এবার তাতে পরিবর্তন আনা হবে কি না তা নিয়ে চলছে আলোচনা। পাশাপাশি বয়স নিয়ে প্রতি বছর যে জটিলতার সৃষ্টি হয় সেখানেও বড় পরিবর্তন আনা হতে পারে। আলোচিত বিষয়গুলো সামনে রেখে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা সংশোধনে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সভা ডাকা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা সভার নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের প্রতিনিধি, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। গত কয়েক বছর ধরে ভর্তি পরীক্ষা না নিয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছিলো। এবার তাতে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news