দিনাজপুরে শিশু রোগীর সংখ্যা বাড়ছে

আবহাওয়ার পরিবর্তনের বিরূপ প্রভাবে দিনাজপুরে ঘরে ঘরে শিশুদের মধ্যে সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্তদের সংখ্যা বাড়ছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে শিশু রোগীরা চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা বলছেন, বৈশ্বিক আবহাওয়ার বিরূপ আচরণের প্রভাবে ঠাণ্ডাজনিত রোগ-জীবাণুর ধরন পরিবর্তন হয়েছে। এ কারণে শিশুরা ছাড়াও বৃদ্ধ নারী-পুরুষসহ আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপাশি ঠাণ্ডা জায়গায় এবং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালসহ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সাড়ে ৪ শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন। দিনে হালকা গরম, রাতে শীতের ঠাণ্ডা। এতে হঠাৎ করে জ্বর-সর্দি ও কাশি, নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে ভিড় করছেন অরবিন্দ শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে। বাড়িতে কোনো সমাধান না হওয়ায় হাসপাতালে আসতে হয়েছে অনেককে-এমনটাই বললেন শিশু রোগীর পরিবাররা। অরবিন্দ শিশু হাসপাতাল সূত্রে জানা যায়, ১৩০ শয্যার অরবিন্দ শিশু হাসপাতালের আউটডোরে শিশুদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বহির্বিভাগে প্রতিদিন প্রায় দেড় শতাধিক শিশুর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

2 Comments

vaAPuqpyJ
vaAPuqpyJ

Web Developer

YFyorSQURZmHAwiX
CZVYiyFw
CZVYiyFw

Web Developer

gdzWByYMixFnbtR

Your Comment